Chicken steak recipe with orange flavours | Delicious Chicken steak recipe | Chicken steak recipe |

Chicken stake recipe with orange flavours | Delicious Chicken stake recipe | Chicken stake recipe |


চিকেন স্টেক ( প্যান Fry ) :


চিকেন স্টেক ( Chicken Steak )  হলো অল্প সময়ের মধ্যে তৈরী একটি সুস্বাধু লোভনীয় খাবার । এটি আপনি লাঞ্চ বা স্নাক্স আইটেম হিসেবে খেতে পারেন । পৃথিবীর সুস্বাধু খাওয়ারের মধ্যে অন্যতম খাবার হলো চিকেন স্টেক । এটি বেশ হেলদি এবং লো ক্যালোরি খাবার যেহুতু এতে কোনো চর্বি থাকে না  ।

Chicken steak recipe in bengali. Chicken steak recipe with orange flavours in bengali. Delicious chicken steak recipe. Chicken recipes in bengali



উপকরণ :



  1. অলিভ অয়েল / রাইস অয়েল ( ৩ বা ৪ চা চামচ )
  2. পাতলা বোনলেস স্কীনলেস চিকেন ব্রেস্ট ( ২ বা ৩ টুকরো )
  3. পেঁয়াজ গুঁড়ো 
  4. গুঁড়ো আদা 
  5. রসুন গুঁড়ো 
  6. শুকনো অরিগ্যানো 
  7. শুকনো চিলি ফ্লেক্স 
  8. কমলা লেবুর রস ( ১ কাপ )
  9. রক সল্ট / সল্ট ( পরিমান মতো )
  10. পাতি লেবু ( ১ টি )
  11. গুঁড়ো লঙ্কা 

পরিবেশনের জন্য : 

  1. মেয়োনিজ 
  2. হরিসা সস 
  3. পেঁয়াজ ভাজা 
Chicken steak recipe with orange flavour in bengali. chicken recipes in bengali.

পদ্ধতি :

  • প্রথমে চিকেন পিস গুলোকে ধুয়ে নিন । তারপর পেপার towel দিয়ে চিকেন থেকে বাড়তি জল বের করে নিন ।
  • চিকেন গুলো কে একটা বাটিতে রেখে রক সল্ট, কালো মরিচ, কমলা লেবুর রস দিয়ে ১ থেকে ২ ঘন্টা ম্যারিনেট করে রাখুন ।
  • তারপর অন্য একটা বাটিতে চিকেন এর পিস গুলো তুলে পিয়াজ গুঁড়ো, অদা গুঁড়ো, রসুন গুঁড়ো, অরিগ্যানো, চিলি ফ্লেক্স, লঙ্কা গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে ২ থেকে ৩ ঘন্টা ঢাকা দিয়ে ফ্রীজে রাখুন ।
  • তারপর ফ্রাইং পান এ তেল ( ৪ বা ৫ চামচ ) দিয়ে ৪ বা ৫ মিনিট ধরে দুই পিঠ লিড এর সাহায্যে ঢাকা দিয়ে রান্না করুন ।
  • চিকেন স্টেক তৈরী হলে প্লেটে ভাজা পেঁয়াজ ওপরে ছড়িয়ে মেয়োনিজ ও হরিসা সস দিয়ে পরিবেশন করুন ।


এইভাবে আপনি পৃথিবীর অন্যতম সুস্বাধু চিকেন স্টেক আর মজা নিন আর সবাই কে আপনার হাতের সুস্বাদু এবং লোভনীয় খাওয়ারের মজা দিন ।

Home made Chicken steak recipe with orange flavor written by Riya Khatun

Chicken steak recipe with orange flavours | Delicious Chicken steak recipe | Chicken steak recipe |


বিঃ দ্রঃ : - প্রতিনিয়ত নতুন রেসিপি আপডেট পেতে আমার ব্লগ টিকে অবস্যই লাইক করুন শেয়ার করুন আর ভালো লাগলে কমেন্টস করুন । আপনাদের নতুন কোনো রেসিপি জানার ইচ্ছে হলে অবস্যই কমেন্টস এ লিখুন আসা করি সেই রেসিপি আপলোড করবো ।

Comments

Post a Comment