Chicken butter masala recipe | Chicken butter masala recipe in Bengali | Chicken recipes

চিকেন বাটার মশালা রেসিপি ( Chicken Butter Masala Recipe ) : 


চিকেন বাটার মশালা  ( Chicken butter masala )  হলো এমন একটা খাবার যার নাম শুনলেই আমাদের সবার মুখে জল চলে আসে । আমরা যারা চিকেন আর ভক্ত বা চিকেন খেতে খুব পছন্দ করি তারা সবাই এই খাবার অবস্যই পছন্দ করবো । আমরা খাবারের ভক্ত তাই আমরা সব সময় চাই নতুন কিছু খাবার রেসিপি বানাতে । খাবার রান্না করাটা হলো একটা আর্ট একটি ট্যালেন্ট বা ভালোবাসা । সবাই রান্না ভালো করতে পারেনা কিন্তু ভালো রান্না সবাই খেতে পছন্দ করি সবসময় ।

Chicken butter masala recipe in bengali. Chicken recipes in bengali. Best chicken recipes in bengali.
Chicken Butter masala recipe


তাই আমাদের আজকের মেনু হলো চিকেন বাটার মশালা ( Chicken butter masala recipe )। আজ আমরা শিখবো চিকেন টিক্কা কাবাব কি করে তৈরী করবেন বাড়িতে । চলুন সিকে নেওয়া যাক ।

উপকরণ :

  • চিকেন - ৭০০ গ্রাম ( বা পরিমান মতো )
  • টক দই - ১ কাপ 
  • লঙ্কা গুঁড়ো - ১ চামচ 
  • কাশ্মীরি লঙ্কা গুঁড়ো - ২ চামচ 
  • কোসুরি মেথি 
  • কাজু বাদাম 
  • পোস্ত 
  • চরমগজ 
  • লবন ( পরিমান মতো )
  • হলুদ গুঁড়ো ( পরিমান মতো )
  • পেঁয়াজ 
  • টমেটো 
  • বাটার ( আমূল ) 
  • ফ্লেক্স ক্রিম 
  • ধনে পাতা 
  • সাদা তেল 
  • আদা রসুন বাটা 
  • এলাচ 
  • কাঁচা লঙ্কা 
  • তেজপাতা 
  • দারচিনি 
  • ষ্টার আনিস 
  • গরম মশলা গুঁড়ো 

পদ্ধতি :

  • প্রথমে একটি বোরো পাত্রে চিকেন টুকরো গুলো কে টক দই, লবন, আদা রসুন বাটা, লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, গরম মসলা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে অন্তত ১ ঘন্টা রাখুন ।
  • তারপর একটি কড়াই এ হালকা একটু তেল দিয়ে ওতে এলাচ, দারচিনি, ষ্টার আনিস, তেঁজপাতা দিয়ে ফোঁড়ন বানান ।
  • তারপর পিয়াজ কে কুচো, টমেটো কুচো, কসুরি মেথি, আদা রসুন বাটা, পোস্ত, চরামগজ, কাজু বাদাম হালকা ভাজুন । তারপর ঠান্ডা করে মিক্সচার গ্রিন্ডার এ বেঁটে নিন ।
  • তারপর অন্য পাত্রে সাদা তেল এবং বাটার দিয়ে চিকেন গুলোকে হালকা রান্না করে নিন । খেয়াল রাখবেন যাতে মাখা মাখা থাকে একটুও জল না থাকে ।
  • তারপর একটি পাত্রে সাদা তেল ও বাটার দিয়ে সেই বাটা মশলা গুলোকে ভালো করে কোশে নিন ।
  • তারপর তেল ছেড়ে আলে চিকেন গুলো দিয়ে এবং একটু জল দিয়ে ভালো করেন কষুন ।
  • তারপর যখন ভালো করে রান্না হয়ে যাবে তখন ওপরে গরম মশলা, বাটার, কোসুরি মেথি, ফ্লেক্স ক্রিম দিয়ে পরিবেশন করুন ।

Chicken tikka kebab recipe



আশা করি আমার চিকেন বাটার মশালা  ( Chicken butter masala recipe )  রেসিপি আপনাকে পৃথিবীর অন্যতম সুস্বাদু চিকেন বাটার মশালা ( Chicken Butter Masala )  তৈরি করতে সাহায্য করবে । আমার রেসিপি আপনার ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করবেন । আশা  করি এইভাবে আপনাদের নতুন নতুন সুস্বাদু রেসিপি আপলোড করেই নতুন নতুন সব ভালো খাবারের মজা নিতে সাহায্য করবো ।


Home made chicken butter masala recipe written by Riya Khatun. 

Chicken butter masala recipe in bengali. latest chicken recipes in bengali.


Chicken butter masala recipe | Chicken butter masala recipe in Bengali | Chicken recipes 

Comments